• ঢাকা
  • বুধবার, ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ; ১৫ জানুয়ারী, ২০২৫ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

 বড়পুকুুরিয়ায় ট্রেনে কাটা অজ্ঞত যুবকের লাশ উদ্ধার  


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: শনিবার, ২৬ মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ, ০৯:০৮ পিএম;
 বড়পুকুুরিয়ায় ট্রেনে কাটা অজ্ঞত যুবকের লাশ উদ্ধার   
 বড়পুকুুরিয়ায় ট্রেনে কাটা অজ্ঞত যুবকের লাশ উদ্ধার  

দিনাজপুর বড়পুকুরিয়া কয়লাখনি সংলগ্ন রজনীগন্ধা রেল ক্রসিংয়ে ট্রেনে কাটা অজ্ঞত এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। মৃত যুবকের পরিচয় পাওয়া যায়নি। শনিবার সকালে লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয় লোকজন। পরে পার্বতীপুর রেলওয়ে থানা থেকে জিআরপি পুলিশ এসে লাশ উদ্ধার করে নিয়ে যায়।.

এবিষয়ে পার্বতীপুর জিআরপি থানার অফিসার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, খবর পেয়ে দুপুরে ঘটনাস্থল থেকে যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখন পরিচয় সনাক্তের চেষ্টা চলছে। সনাক্ত করা সম্ভব হোক বা না হোক আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেয়া হবে। এ বিষয়ে একটি অপমৃত্যু দায়ের করা হবে। ভোর রাতে চিলাহাটি থেকে ছেড়ে আসা রাজশাহী গামী উত্তরা এক্সপ্রেসের সাথে দূর্ঘটনা ঘটতে পারে বলে ধারণা করেন তিনি। 
 . .

ডে-নাইট-নিউজ /

দূর্ঘটনা বিভাগের জনপ্রিয় সংবাদ